দেখ সখি নিকুঞ্জেতে অপরূপ রঙ্গ।
বিনোদিনী গান করে বিনোদিয়া সঙ্গ।।
ঘিরি ঘিরি বৈঠল যত চন্দ্রাবলী।
অঞ্চল পাতিয়া মাগে যৌবনের ডালি।।
তা দেখি ময়ূরগণ নাচে ফিরি ফিরি।
জয় রাধে শ্রীরাধে বলি গায় শুক শারী।।
ফুলভরে তরুগণ লম্বিত হইল।
চরণপরশ লাগি লুটিয়া পড়িল।।
সেবাচান্দ ভাবি রসের না পাইয়া ওর।
দুঁহু মুখ নিরখিয়া ভৈ গেল ভোর।।