দেখ সখি শ্যাম মোহনিয়া,
এ রূপ যৌবন করিএ নিছন শ্যঅম পদে ভজ গিয়া। ধু
মোহনিয়া কালা মোহনিয়া মালা মোহনিয়া বাঁশী বাজাএ।
ত্রিভঙ্গ ভঙ্গিমা দিতে নারি সীমা জগ-মন মূরূছএ ।
চুড়ার ছন্দে অন্তর বান্ধে ধরে নটবর বেশ।
কপালে চন্দন মদন মোহন মজাইল গোকুল দেশ।
মকর কুণ্ডল অরুণ মণ্ডল মূরছিত কোটি কাম।
বচন সে শোভা মুনি-মন-লোভা আনন্দ রসেরি ধাম।
বাঁশের বাঁশী গরল রাশি যুবতী বধিতে ফাঁসি।
শুনি বাঁশীর ধ্বনি গোকুল রমণী বিনি মূলে হএ দাসী।
মীর ফয়জুল্লা ভণে লাগিল নয়ানের কেমতে বৈরজ ধরি।
শ্যাম সুনাগর রসের সাগর তিলেক না দেখি মরি।।