দোহেঁ সুন্দর বরণা।
কানু মরকতমণি রাই কাঁচাসোনা।।ধ্রু
কাজর মিশান কিয়ে নব গোরোচনা।
নীলমণি ভিতরে পশিল কাঁচা সোনা।।
কনকের বেদী ভেদি কালিন্দী বহিল।
হেমলতা ভুজদণ্ডে কানুরে বেড়িল।।
আন্ধারে জ্বলয়ে কিবা রতন দীপিকা।
তমালে বেড়িল যেন কনক লতিকা।।
রাই সে রসের সিন্ধু অমিয়া পাথার।
রসময় কানু তাহে দিতেছে সাঁতার।।
রাই সে রসের সিন্ধু তরঙ্গ অপার।
ডুবল নরোত্তম না জানে সাঁতার।।