দ্বারের আগে ফুলের বাগ
কি সুখ লাগিয়া রুইনু।
মধু খাইতে খাইতে ভ্রমর মাতল
বিরহ-জ্বালাতে মৈনু।।
জাতি-রুইনু যূথি রুইনু
রুইনু গন্ধ মালতী।
ফুলের বানে নিদঁ নাহি আসে
পুরুষ নিঠুর জাতি।।
কুসুম তুলিয়া বোঁটা তেয়াগিয়া
শেজ বিছাইনু কেনে।
যদি শুই তাই কাঁটা ভুঁকে গায়
রসিক নাগর বিনে।।
রতন-মন্দিরে সখীর সহিতে
তা সনে করিনু প্রেম।
চণ্ডীদাস কহে কানুর পীরিতি
যেন দরিদ্রের হেম।।