ধবল পাটের জোড় পর‍্যাছে
রাঙ্গা রাঙ্গা পাড় দিয়াছে।
চরণ উপর দুল্যা যাইছে কোঁচা।;
বাঁকমল সোণার নূপুর
বাজ্যা যাইছে মধুর মধুর
রূপ দেখিয়া ভুবন মুরছা।।
দীঘল দীঘল চাঁচর চুল
তায় দিয়াছে চাঁপার ফুল
কুন্দ মালতীর মালা বেঢ়া ঝুঁটা।
চন্দন মাখা গোরা গায়
বাহু দোলাইয়া চল্যা যায়
ললাট উপর ভুবনমোহন ফোঁটা।।
মধুর মধুর কয় কথা
শ্রবণ মনের ঘুচায় বেথা
চাঁদে যেন উগারয়ে সুধা।
বাহুর হিলন দোলন দেখি
কবীর শুণ্ড কিসে লেখি
নয়ান বয়ান যেন কুন্দে কুন্দা।।
এমন কেউ বেথিত থাকে
কথায় ছলে খানিক রাখে
নয়ান ভর‍্যা দেখি রূপখানি।
লোচন দাসে বলে কেনে
নয়ান দিলি উহার পানে
কুল মজালি আপনা আপনি।।