ধরিয়া মায়ের কর কহে রাম দামোদর
শুভ কাজে না করিহ দুখ।
আমার কুলের ধর্ম্ম গোচারণ নিজকর্ম্ম
করিতে পাই যে বড় সূখ।।
হাবোলা গোয়াল জাতি শৃগাল দেখিল কতি
সে ভয় আসিয়া কৈল তোরে।
ঘরের সমান বন চরাইব ধেনুগণ
দাদার সহিতে নাহি ডরে।।
কেহ কোন কথা কহে সে সকল সাচা নহে
স্বপনেহ না শুন শ্রবণে।
স্বরূপে কহিলু কথা নিশ্চয় জানিহ মাতা
অসুর নাহিক আর বনে।।
গোবর্ধনে ধেনু মেলা সভাই করিগো খেলা
ধনিষ্ঠা যাইবে সেই খানে।
তোমার ভোজনকথা আমারে কহিবে তথা
তবে সে করিব জল পানে।।
শেখরের শুন বোল কেহ না করিহ গোল
মায়েরে লইয়া যাও ঘরে।
যে জন চতুর হয় তাহারে বুঝাইয়্যা লয়
বুঝিয়া আপন কাজ করে।।