ধাতা কাতা বিধাতার বিধানে দিলু ছা্ই।
জনম হইতে দুখিনী করিলে দোসর দিলেক নাই।।
না দিলে রসিক মূঢ় পুরুষের সনে।
এমতি আছিল তোর এ পাপা-বিধানে।।
যার লাগি প্রাণ কাঁদে তার নাহি দেখা।
এ পাপ-করমে মোর এমতি সে লেখা।।
ঘরদুয়ারে আগুন দিয়া যাব বঁধুর পাশে।
আরতি পূরিবে তবে কহে চণ্ডীদাসে।।