ধিক ধিক অহে নিঠুর কালিয়া
কে তোরে এ বুদ্ধি দিল।
পিরীতি করিতে কেবা সাধ্যাছিল
মনে যদি এত ছিল।।
রাধা পরিহরি রসিক মুরারি
কি সুখ পাইলে এত।
বিনি অপরাধে কণ্টকে রুন্ধিলে
সে হেন পিরীতি-পথ।।
ছি ছি লাজের নাহিক লেশ।
এক দেশ আল্যে জ্বালায়্যা পোড়ায়্যা
জ্বালাইতে আর দেশ।।
গোকুল-নগরে ডাকাতি করিয়া
বধিলে কুলের বধু।
দেশে কে না জানে চোরা-কানু নাম
বিদেশে হৈয়াছ সাধু।।
জনম অবধি কালিয়া-বদন
না ধুল্যে লাজের ঘাটে।
গোপিনী-অধিক মথুরা-নাগরী
কত রূপে-গুণে বটে।।
একে সে কুবুজা রূপ গুণবতী
তেঞি সে তাহার রস।
পিরীতি-আখর কি জানে যজিতে
কি গুণে কর্যা ছে বশ।।
অভাগী রাধার শিরে কর দিয়া
কি বোল বলিয়াছিলে।
তবে কোন সত্যে তারে পরিহরি
মথুরা-নগরে আল্যে।।
বহু-দুখে আমি আস্যাছি মথুরা
ভ্রমিব সভার ঘরে।
সব নাগরীরে কব তোমার গুণ
দেখি কে পিরীতি করে।।
ধনঞ্জয় কহে শ্যামের নিকটে
দূতী মুখে যত কয়।
যেমতি বধির করি-বর থাকে
তেমতি সকল সয়।।