ধুয়া। সজনী তোরা দেইখে আয় গো, ঐ নাকি শ্যাম গুচারণে যায়।
চিঃ। ঝুনুর ঝুনুর তাল ধরিছে গো সখি সুনার নেপুর দিয়ে পায়। ঐ নাকি শ্যাম গুচারণে যায়।
সখি গো এ গো সখি, আগে পাছে রাখালগণ,
মাজখানে গৌরবরণ, সোণার একটি ছবি দেখা যায়।
ও তার মস্তকে শোভিছে চূড়া গো সখি,
হস্তে শোভে মোহন বাশী হেলে দুলে চলছে হাসি, সোনালি বসন দিয়ে গায়।
ও তার ইসারায় দৌড়িছে ধেনু গো সখি, বাতাসে ধূলা উড়ায়।
সখি গো এ গো সখি, আমি রাধা কুলনারি, কুললজ্জা তেজ্য করি
মন প্রাণ সপিলাম তার পায়। কিম্মতে কয় প্রত্যয় গো সখি।
আসবে বন্ধু পুনরায় ।।