ধুয়া। সজনী তোরা দেইখে আয় গো, ঐ নাকি শ্যাম গুচারণে যায়। চিঃ। ঝুনুর ঝুনুর তাল ধরিছে গো সখি সুনার নেপুর দিয়ে পায়। ঐ নাকি শ্যাম গুচারণে যায়। সখি গো এ গো সখি, আগে পাছে রাখালগণ, মাজখানে গৌরবরণ, সোণার একটি ছবি দেখা যায়। ও তার মস্তকে শোভিছে চূড়া গো সখি, হস্তে শোভে মোহন বাশী হেলে দুলে […]
keyboard_arrow_right