• ধুয়া । দিবা নিশি ঝুরে আখি আশা
    ধুয়া । দিবা নিশি ঝুরে আখি আশা পন্থ চাইয়া, এগো সখি প্রাণ বন্ধুয়ার রূপ দেখিবার লাগিয়া। ঘরে বাদি ছয় জনা গো সখি রাখে আগুলিয়া যাইতে বন্ধের কাছে না দিল ছাড়িয়া গো সখি।। কি জানি কি করে এ গো সখি চিকন কালিয়া আমারে পাগল করিল মুরারি বাজাইয়া এ গো সখি।। কিম্মতে কয় কি হইল গো সখি […] keyboard_arrow_right
  • ধুয়া। আমি কি দিলে পাইমু তারে গো সখি
    ধুয়া। আমি কি দিলে পাইমু তারে গো সখি কি দিলে পাইমু তারে। তোরা সভে মিলে, বইলে দেও আমারে গো সখি।। বল গো বন্ধের কথা, দূরে যাউক মনের বেথা গো। আমার সাক্ষাতে আনিয়া দেও বন্ধুরে গো সখি।। যে দুঃখ আমার বুকে, কে শুনে আর কেবা দেখে গো। শ্যাম বিনে দরদি নাই সংসারে গো সখি।। মনে উঠে […] keyboard_arrow_right
  • ধুয়া। ও প্রাণ গেল গো বন্ধের বিচ্ছেদে প্রাণ গেল
    ধুয়া। ও প্রাণ গেল গো, বন্ধের বিচ্ছেদে প্রাণ গেল। এ গো বুজি বলে কলঙ্ক রাখিল রাখিল গো। বন্ধের বিচ্ছেদে প্রাণ গেল। আসবে বইলে চিকন কালা, দিয়া গেল বিষম জ্বালা সই গো। এগো কেন বন্ধু ফিরিয়া আইল না আইল গো।। বুজি বন্ধু কালাচান্দে আমারে ঠেকাইল ফান্দে সই গো। ও আমায় ফাকি দিয়া কই জানি লুকাইল গো। […] keyboard_arrow_right
  • ধুয়া। নিকটে রইয়াছ বন্ধুরে
    ধুয়া। নিকটে রইয়াছ বন্ধুরে, বন্ধু আমি দেখিতে পারি। দিবা নিশি কান্দে প্রাণিরে বন্ধু কি রূপে পাশুরি রে নিকটেই রইয়াছ বন্ধুরে।। ঘরে আছে কতই বাদিরে, বন্ধু ননদি শাশুরি। পাও বাড়াইলে বাধা দেয় রে বন্ধু কেমনে দেখা করি রে।। জলের ঘাটে কর খেলারে, বন্ধু যাইতে না পারি। কান্দে রাধা তোমার দায় রে বন্ধু পায়ে বান্ধা বেড়ীরে।। কুল […] keyboard_arrow_right
  • ধুয়া। বল্‌ দেখি প্রাণ বন্ধের কথা
    ধুয়া। বল্‌ দেখি প্রাণ বন্ধের কথা শুনি গো সজনী, বল দেখি প্রাণ বন্ধের কথা শুনি।। ও তার বাশীর সুরে নিরন্তরে গো সখি জুরে মোর পরানী। সখি গো এগো সখি। কও শুনি গো আমার কাছে, প্রাণবন্ধু কোথায় আছে, নিরোদ্দেশে এই দিন যামিনী। কেমন করে পাব তারে গো বন্দের কি রূপ নিশানী।। সখি গো এ গো সখি […] keyboard_arrow_right
  • ধুয়া। শ্যামের বাশী কি যাদু জানে গো সই
    ধুয়া। শ্যামের বাশী কি যাদু জানে গো সই ! আমার বন্ধের বাশী কি যাদু জানে। চিঃ। উদাসী করিল মরে ঐ বাশীর গানে গো সই, বন্ধের বাশী কি যাদু জানে। সখি গো ত্যজ্য কইরে ব্রজপুর আসিয়া বৃন্দাবনে গো, আসিয়া বৃন্দাবনে, কি সন্ধানে বাজায় বাশী জুগ দিয়া পবনে গো সই। সই গো দিল্লীতে বসতি গো, মথুরায় আসে […] keyboard_arrow_right
  • ধুয়া। সখি তোরা আয় গো তার
    ধুয়া। সখি তোরা আয় গো তার সন্ধান জাইনে। কে জানি বাজায় বাশী গোপনে । চিঃ। একবার এইনে দেখাও তারে গো সখি, ধরি তোদের চরণে। কে জানি বাজায় বাশী গোপনে।। সখি গো এ গো সখি, অন্ধ হইয়ে রইলাম চাইয়ে। পাইনা তারে কাছে থইয়ে, না জানি সে কেমন ছন্দি জানে। অবিশ্রামে বন্ধের বাশী গো সখি, বাজায় নিশি […] keyboard_arrow_right
  • ধুয়া। সজনী তোরা চিননি গো
    ধুয়া। সজনী তোরা চিননি গো, কে জানি মোহন বাশী বাজায়। আমি চিনিতে না পাইলাম তারে গো সখি, ভুলে ভুলে দিন ফুরায়।। সখি গো এ গো সখি, কদম্বের মূলে বসি বাজাইছে মোহন বাশী বাশীর ধনি ধরিছে হাওয়ায়। (কেবল) শব্দশুনি রাধারাণী গো সখি ডাকছে বাশীর ইশারায়।। সখি গো এগো সখি, অবলার অন্তরের জ্বালা দিল গো চিকন কালা। […] keyboard_arrow_right
  • ধুয়া। সজনী তোরা দেইখে আয় গো
    ধুয়া। সজনী তোরা দেইখে আয় গো, ঐ নাকি শ্যাম গুচারণে যায়। চিঃ। ঝুনুর ঝুনুর তাল ধরিছে গো সখি সুনার নেপুর দিয়ে পায়। ঐ নাকি শ্যাম গুচারণে যায়। সখি গো এ গো সখি, আগে পাছে রাখালগণ, মাজখানে গৌরবরণ, সোণার একটি ছবি দেখা যায়। ও তার মস্তকে শোভিছে চূড়া গো সখি, হস্তে শোভে মোহন বাশী হেলে দুলে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ