ধুয়া। ও প্রাণ গেল গো, বন্ধের বিচ্ছেদে প্রাণ গেল।
এ গো বুজি বলে কলঙ্ক রাখিল রাখিল গো। বন্ধের বিচ্ছেদে প্রাণ গেল।
আসবে বইলে চিকন কালা, দিয়া গেল বিষম জ্বালা সই গো।
এগো কেন বন্ধু ফিরিয়া আইল না আইল গো।।
বুজি বন্ধু কালাচান্দে আমারে ঠেকাইল ফান্দে সই গো।
ও আমায় ফাকি দিয়া কই জানি লুকাইল গো।
কিম্মতে কয় আশা পন্থ, জীবনে না দিব ক্ষেন্ত সই গো।
ও আমার নয়ন দুটি চাইয়া রইল রইল গো।।