ধুয়া। শ্যামের বাশী কি যাদু জানে গো সই ! আমার বন্ধের বাশী কি যাদু জানে।
চিঃ। উদাসী করিল মরে ঐ বাশীর গানে গো সই, বন্ধের বাশী কি যাদু জানে।
সখি গো ত্যজ্য কইরে ব্রজপুর আসিয়া বৃন্দাবনে গো, আসিয়া বৃন্দাবনে,
কি সন্ধানে বাজায় বাশী জুগ দিয়া পবনে গো সই।
সই গো দিল্লীতে বসতি গো, মথুরায় আসে যায়।
কাল রূপে ভঙ্গি ধইরে নিত বাশী বাজায় গো সই ।
সই গো এই বাশী তো বাশী না হয়, যে জানে সন্ধান, সইগো যে জানে সন্ধান।
গকুল নগরে সে কি রাখবে কুলমান গো সই।
সই গো অধম কিম্মতে বলে, ঠেকলাম বিষম দায় সই গো, ঠেকলাম বিষম দায়।
খুজিতে না পাইলাম কাল্‌ ননদির জ্বালায় গো সই।।