নব ঘন শ্যাম অহে প্রাণ
আমি তোমা পাসরিতে নারি।
তোমার বদনশশী অমিঞা মধুর হাসি
তিল আধ না দেখিলে মরি।
তোমার নামের আদি হৃদয়ে লিখিঙ যদি
তবে তোমা দেখিত সদাই।
এমন গুণের নিধি হরিয়া লইলে বিধি
এবে তোমা দেখিতে না পাই।।
এমন বেথিত হয় পিয়ারে আনিয়া দেয়
তবে মোর পরাণ জুড়ায়।
মরম কহিল তোরে পরাণ কেমন করে
কি কহব কহন না যায়।।
এবে এ বুঝিল সখি জীবন সংশয় দেখি
মনে মোর কিছু নাহি ভায়।
যে কিছু মনের সাধ বিধাতা করিলে বাদ
নরোত্তম জীবন আপায়।।