ধুয়া। নিকটে রইয়াছ বন্ধুরে, বন্ধু আমি দেখিতে পারি।
দিবা নিশি কান্দে প্রাণিরে বন্ধু কি রূপে পাশুরি রে
নিকটেই রইয়াছ বন্ধুরে।।
ঘরে আছে কতই বাদিরে, বন্ধু ননদি শাশুরি।
পাও বাড়াইলে বাধা দেয় রে বন্ধু কেমনে দেখা করি রে।।
জলের ঘাটে কর খেলারে, বন্ধু যাইতে না পারি।
কান্দে রাধা তোমার দায় রে বন্ধু পায়ে বান্ধা বেড়ীরে।।
কুল যাবে মান যাবেরে বন্ধু আরে তোমার আশা করি।।
কিম্মতে কয় যত সয়, ওরে বন্ধু কলঙ্কিণী নারী রে ।।