অনুখন গৌর প্রেম-রসে গরগর
ঢর ঢর লোচনে লোর।
গদ গদ ভাষ হাস খনে রোয়ত
আনন্দে মগন সঘনে হরি-বোল।।
পহু মোর শ্রীশ্রীনিবাস।
অবিরত রামচন্দ্র পহু বিহরত
সঙ্গে নরোত্তম দাস।। ধ্রু।।
ব্রজপুর চরিত সদত অনুমোদই
রসিক ভকতগণ পাশ।
ভকতি-রতন ধন যাচত জনে জন
পুন কি গৌর পরকাশ।।
ঐছে দয়াল কবহুঁ নাহি হেরিয়ে
ভুবন চতুর্দ্দশ মাঝে।
দিন হিন পতিতে পরম পদ দেয়ল
ধরণি বঞ্চিত নিজ কাজে।।