নবঘন পুঞ্জ-পুঞ্জ জিতি সুন্দর অনুপম শ্যামর-শোভা। পীত বসন জনু বিজুরি বিরাজিত রমণী-চাতক-মন-লোভা।। পেখলুঁ সূন্দর নন্দ-কিশোর। কালিন্দী-তীরে ধীরে চলি আওত রাধা-রতি-রসে ভোর।। মণিময়-হার বিরাজিত উর পর ভালে শোভে চন্দন-বিন্দু। নীল গগনে জনু নখত বিরাজিত তাহে উজোরল ইন্দু।। ভুজযুগ কাল-ভুজগ জনু দোলত কর-তল ফণহুঁ পসারি। রসবতি-পীন-পয়োধর দংশই ধরমহি-ভেক-আহারি।। পদ-পঙ্কজ পর মণিময়-নূপুর চলত নাচনে ঘন বাজে। ধরণিক আশ […]
keyboard_arrow_right