ধুয়া। সজনী তোরা চিননি গো, কে জানি মোহন বাশী বাজায়।
আমি চিনিতে না পাইলাম তারে গো সখি, ভুলে ভুলে দিন ফুরায়।।
সখি গো এ গো সখি, কদম্বের মূলে বসি বাজাইছে মোহন বাশী
বাশীর ধনি ধরিছে হাওয়ায়। (কেবল) শব্দশুনি রাধারাণী গো সখি ডাকছে বাশীর ইশারায়।।
সখি গো এগো সখি, অবলার অন্তরের জ্বালা দিল গো চিকন কালা।
পাগল প্রাণী উরিয়া বেড়ায়, পাইলে তারে থাকতাম পইরে সখি ধরিয়া তার রাঙ্গা পায়।।
সখি গো এ গো সখি, আমার বাড়ীতে আইয়া যাইয়া, আমারে পাগল করিয়া,
পিরীতি বারাইল কি আশায়। কিম্মতে কয় তার পরিচয় গো সখি পাবে গেলে যমুনায়।।