পদ্মা সখি সহ আওল শুনলু
খেলব নাহক সাথ।
বংশীবট তট মীলন ভেল বুঝি
ফাগু যন্ত্র করি হাত।।
সজনি ইহ দারুণ পরমাদ।
ঐছন ভাতি রচন করি চল সখি
যাই করিয়ে সব বাদ।।ধ্রু।।
ভদ্রা শ্যামলা সহ সব মীলব
যূথে যূথে এক হোই।
সভে মিলি ফাগু তিমির করি বেঢ়ব
লখই না পারই কোই।।
ঐছনে কানু লেই সভে আওব
তুরিতহিঁ নিধুবন পাশ।
গোবর্দ্ধন কহ আনন্দে খেলহ
পদ্মা পাউ নৈরাশ।।