ধুয়া। সখি তোরা আয় গো তার সন্ধান জাইনে।
কে জানি বাজায় বাশী গোপনে ।
চিঃ। একবার এইনে দেখাও তারে গো সখি, ধরি তোদের চরণে।
কে জানি বাজায় বাশী গোপনে।।
সখি গো এ গো সখি, অন্ধ হইয়ে রইলাম চাইয়ে।
পাইনা তারে কাছে থইয়ে, না জানি সে কেমন ছন্দি জানে।
অবিশ্রামে বন্ধের বাশী গো সখি, বাজায় নিশি দিনে।।
সখি গো এ গো সখি, চিনলেম না সে কেমন ছবি
হইলেম না তার ভাবের ভাবি, এ জীবন কাটালাম গো সপনে।
কেবল কর্ণে শুনি বাশীর ধ্বনি গো সখি, দেখিলাম না দুই নয়নে।।
সখি গো এ গো সখি, কিম্মতে কয় বাশীর স্বরে,
উদাসী করিল মোরে, সাধ কি হয় আর বৃথা এ জীবনে।।
পাইলাম না বন্ধের দেখা গো সখি, রইয়েছে কি সন্ধানে।।