ধুয়া। বল্‌ দেখি প্রাণ বন্ধের কথা শুনি গো সজনী,
বল দেখি প্রাণ বন্ধের কথা শুনি।।
ও তার বাশীর সুরে নিরন্তরে গো সখি জুরে মোর পরানী।
সখি গো এগো সখি।
কও শুনি গো আমার কাছে, প্রাণবন্ধু কোথায় আছে,
নিরোদ্দেশে এই দিন যামিনী।
কেমন করে পাব তারে গো বন্দের কি রূপ নিশানী।।
সখি গো এ গো সখি ! জানি না গো কোথায় বসি,
শ্যামচান্দে বাজায় বাশী, মন প্রাণ করিল উদাসিনী।।
যাইতে বন্দের কাছে গো সখি দেয় না ননদিনী।
সখি গো এসে সখি, কিম্মতে কয় আকুল প্রাণে,
ধরি গো তোদের চরণে, খুজিয়া দেও শ্যাম গুণমণি।।
কি দুষে ছাপিয়া রইল গো সখি, নিল্লয় না জানি।।