ধুয়া। আমি কি দিলে পাইমু তারে গো সখি কি দিলে পাইমু তারে।
তোরা সভে মিলে, বইলে দেও আমারে গো সখি।।
বল গো বন্ধের কথা, দূরে যাউক মনের বেথা গো।
আমার সাক্ষাতে আনিয়া দেও বন্ধুরে গো সখি।।
যে দুঃখ আমার বুকে, কে শুনে আর কেবা দেখে গো।
শ্যাম বিনে দরদি নাই সংসারে গো সখি।।
মনে উঠে ঘরি ঘরি, ঘরে বসি ঝুইরে মরি গো।
আমি চলিতে না পারি লোকের ডরে গো সখি।।
ভক্তি শক্তি কিছু নাই, কি গুণে বন্ধুরে পাই গো।
কিম্মতে কয় যদি দয়া করে গো সখি।।