ধুয়া । দিবা নিশি ঝুরে আখি আশা পন্থ চাইয়া, এগো সখি
প্রাণ বন্ধুয়ার রূপ দেখিবার লাগিয়া।
ঘরে বাদি ছয় জনা গো সখি রাখে আগুলিয়া
যাইতে বন্ধের কাছে না দিল ছাড়িয়া গো সখি।।
কি জানি কি করে এ গো সখি চিকন কালিয়া
আমারে পাগল করিল মুরারি বাজাইয়া এ গো সখি।।
কিম্মতে কয় কি হইল গো সখি বিপাকে পড়িয়া
হল না বন্ধের দেখা জীবন ভরিয়া এ গো সখি।।