ধেনু লইয়া চল মাঠে যাইরে সঙ্গিলা ভাই। ধেনু লইয়া চল মাঠে যাই।
হৈল অনেক বেলা উড়িল পন্থের ধূলা আজি মাঠে যাইমু একেলা রে।।
সঙ্গে রাখাল ভাই ধূড়িয়া না পন্থ পাই বল আমি কোন পন্থে যাইরে।
বাঁশীতে সম্বাদ পূরে ডাক ছাড়ে উচ্চস্বরে সাড়া পড়ে গোকুল নগরে রে।।
সঙ্গের রাখাল যত আচম্বিতে চলি পন্থ চল যাই ধেনু চরাইবার রে।
শুইয়ে সাজিলা কানু দগধে রাধার তনু আজি মাঠে কি হৈব না জানি রে।।
ছৈয়দ শাহনূরে কয় রাধা কানু চিন হয় রাধা কানু আপনার তনে রে।।