নটন ছন্দ শ্যাম অঙ্গ
অঙ্গে অঙ্গে অনঙ্গ রঙ্গ
মণি আভরণ চমকি চালি
তহিঁ ফিরায়ত বাঁশিয়া।
গৌরিক গান অতি সুতান
সঙ্গিনি মান তহিঁ মিশান
অতিহুঁ সুভগ দেত তালি
নটিনি গরব নাশিয়া।।
নবকিশোর নটত ভোর
কত বিমোহ নহত ওর
তবহি অঙ্গ সঙ্কোচকারি
তবহি অতি বিথারিয়া।
নবিন নারি পুরত তারি
নব সুতান কত সঞ্চারি
তবহিঁ সূর সুখসোঁ গাই
তবহি উচ উচারিয়া।।
চান্দনি রাতি অনুপ ভাতি
অতিহুঁ দ্যুতিত গোরিক কাঁতি
হেরি থকিত ও গিরিধারি
কহত ইষত হাসিয়া।
শুনহ গোরি অবশে ভোরি
নটন রঙ্গ অতি বিভোরি
হাতে ছোয়ব গীতকারি
সঙ্গহি ফিরব চাহিয়া।।
ততহি বেলি সখিনি মেলি
ধনিক চান্দবদন হেরি
তূঁহি পুরহ ইহ্নিক সাধ
শ্যাম লেওত যাচিয়া।
শুনত বোল সুখ হিলোল
রাই সাজত নিজ নিচোল
তবহিঁ হেরব কৃষ্ণকান্ত
আনন্দ সাগরে ভাসিয়া।।