নটবরী ভঙ্গী ফাগু-রঙ্গী
নাগর অভিনব নাগরি সঙ্গ।
ঋতুপতি গীত চীত উমতায়ল
হেরি বদন বৃন্দাবন-রঙ্গ।।
ফাগুয়া খেলত নওল কিশোর।
রাধা-রমণ রমণি-মন-চোর।।
সুন্দরি-বৃন্দ- করে কর মণ্ডিত
মণ্ডলি মণ্ডলি মাঝহি মাঝ।
নাচত নাগরিগণ ঘন পরিরম্ভণ
চুম্বন-লুবধল নটবর-রাজ।।
কানু-পরশ-রসে অবশ রমণিগণ
অঙ্গে অঙ্গে মিলি কাঁপি রহু।
পূরল সবহুঁ মনোরথ মনভব
মোহন গোবিন্দদাস পহু।।