নদীয়া আকাশে আসি উদিল গৌরাঙ্গশশী
ভাসিল সকলে কুতূহলে।
লাজেতে গগনশশী মাখিল বদনে মসী
কাল পেয়ে গ্রহণের ছলে।।
বামাগণ উচ্চস্বরে জয় জয় ধ্বনি করে
ঘরে ঘরে বাজে ঘন্টা শাঁখ।
দামামা দগড় কাঁসি সানাই ভেঁউড় বাঁশী
তুরী ভেরী আর জয়ঢাক।।
মিশ্র জগন্নাথ মন মহানন্দে নিগমন
শচীর সুখের সীমা নাই।
দেখিয়া নিমাইমুখ ভুলিলা প্রসব দুখ
অনিমিখে পুত্রমুখ চাই।।
গ্রহণের অন্ধকার কেহ না চিহ্নয়ে কারে
দেব নরে হৈল মিশামিশি।
নদীয়া নাগরী সঙ্গে দেবনারী আসি রঙ্গে
হেরিছে গৌরাঙ্গ রূপরাশি।।
পুত্রের বদন দেখি জগন্নাথ মহাসুখী
করে দান দরিদ্র সকলে।
ভুবন আনন্দময় গৌরবিধু সমুদয়
বাসু কহে জীবভাগ্যফলে।।