ননদী সরুপ নিরূপহ দোসে।
বিনু বিচার বেভিচার বুঝওবহ
সাসূ করতহ্নি রোসে।।
কৌতুক কমল নাল সয়ঁ তোরল
করএ চাহল অবতংসে।
রোস কোস সয়ঁ মধুকর আওল
তেঁহি অধর করু দংসে।।
সরবর-ঘাট বাট কন্টক-তরু
দেখহি ন পারল আগূ।
সাঁকরি বাট উবটি কহু চললহু
তেঁ কুচ কন্টক লাগূ।।
গরুঅ কুম্ভ সির থির নহিঁ থাকএ
তেঁ উধসল কেস পাস।
সখিজন সয়ঁ হাম পাছে পড়লিহু
তেঁ ভেল দীঘ নিসাস।।
পথ অপবাদ পিসুন পরচারল
তথিহু উতর হম দেলা।
অমরখ চাহি ধৈরজ নহি রহলে
তেঁ গদ গদ সর ভেলা।।
ভনই বিদ্যাপতি সুন বর জৌবতি
ঈ সভ রাখহ গোঈ।
ননদী সয়ঁ রস-রীতি বঢ়াবহ
গুপত বেকত নহি হোঈ।।

নেপাল পুঁথির পাঠ–
সরোবর যাই নিকট সঙ্কট
তরুহে বহিল পাবলে আগু।।
সঞ্চলি বাট উবটি চসি ভেলিহু
তেহু চকপ কলাশু।। ধ্রুব
ননন্দহে সরূপ নিরুপিঅ রোস।
বিনু বিচারে বিহুচার বুঝওলহ
সাসু করলহ রোস।।
কৌতুকে কমল লালসঞাে তোলল
করএ চাহল অবতংস
রোষে কোষসঞো মধুকর ধাওল
তেহি অধর করু দংস।।
কগরু অকুমু সির থির নহি থাবএ
তেউ ধসল কেসপাস
আতপ দোসে রোসে চলি অগলিহ
খরতর ভেল লিসাস।।
বেকত বিনাস কঞোনে তরু ছায়ার
বিদ্যাপতি কবি ভান
রাজা সিবসিংঘ রূপনরাএন
লখিমা দেবি রমান।।