নন্দরাণি গো মনে না ভাবিহ কিছু ভয়।
বেলি অবসান কালে গোপাল আনিয়া দিব
তোর আগে কহিলুঁ নিশ্চয়।।
সোঁপি দেহ মোর হাতে আমি লৈয়া যাব সাথে
যাচিয়া খাওয়াব ক্ষীরননী।
আমরা জীবন হৈতে অধিক জানিয়ে গো
জীবনের জীবন নীলমণি।।
সকালে আনিব ধেনু বাজাইব শিঙ্গা বেণু
গোচারণ শিখাইব ভাইয়েরে।
গোপকুলে উতপতি গোধন চরণ বৃত্তি
বসিয়া থাকিতে নাই ঘরে।।
শুনিয়া বলাইর কথা মরমে পাইয়া বেথা
ধারা বহে অরুণ নয়ানে।
এ দাস শিবাই বোলে রাণী ভাসে প্রেমজলে
হেরইতে কানাইর বয়ানে।।