নন্দের করুণ শুনি।
পাষাণ গলিত দেখই বেকত
কুরয়ে (?) কুলের ধনী।।
ভূমে গড়ি যায় কান্দে নন্দ রায়
সম্বিত নাহিক চিতে।
যেমন পাটল চৌদিকে আগল
দিক দিশা নাহি তাথে।।
শুন হলধর দেব দামোদর
তুমি গোলোকের পতি।
মানুষ গেয়ান করেছিল মন
এবে সে জানল রীতি।।
পরোক্ষে শুনেছি যখন জন্মিলে
দেবকী-জঠর হতে।
চতুর্ভূজ হয়া ক্ষোভ দেখাইয়া
বুঝিতে জননী চিতে।।
পুন মায়া ধরি দ্বিভুজ পসারি
রাখিল গোকুলপুরে।
যশোদার কোলে রাখি কুতূহলে
বসুদেব চলে পুরে।।
পুত্রস্নেহবশে সুখের হাতাশে
লালন পালন করে।
চণ্ডীদাস বলে অপার মহিমা
কে ইহা বুঝিতে পারে।।