নন্দ-নন্দন নীকে নাগর
নবিন-ঘন-রস-মেহ।
নীল-উতপল- নবিন-নীরদ-
নিন্দি নিরুপম দেহ।।
নিরখি সো রূপ ঠাম।
নলিনি-নায়ক- নন্দিনী-তট
নটত জনু নব কাম।।ধ্রু।।
নূতন-নীপ-নি- কেত নিকটহি
নিয়ত করতহিঁ নাট।
নবিন নায়রি নগর না রহ
নিয়ড়ে নিরন্তর হাট।।
নয়ন-নাচনে নিজহিঁ নবরাগ
করায়ে যো নিতি নীত।
নিজক পদ-তলে নীত বান্ধউ
এ রাধামোহন-চীত।।