নবগোরোচন জিনিয়া বরণ
তপত কাঞ্চনগোরি।
ইন্দীবরবর প্রবরঅম্বর
শোভিত নবকিশোরি।।
সীঁথে রচিত মণি।
বেণি ব্যালাঙ্গনাফণা জিনি।
উপমার ঘটা প্রহারিয়া ছটা
ও চাঁদবদনখানি।।
নবেন্দুনিন্দিত ভাল সুদীপত
কস্তুরিতিলক শোভা।
ভুরু সুবলনি কামধনু জিনি
অলকা চঞ্চলপ্রভা।।
আঁখি চারু চকোরি।
ঘন কাজর তহিঁ উজোরি।
তিলফুলজিত নাসাগ্র শোভিত
মুকুতা উজোর-কারি।।
অধর বান্ধুলি জিনি কুন্দ-কলি
মুকুতা দশনপাঁতি।
রতনে জড়িম কর্ণিকার হেম
শোভিত যুগল শ্রুতি।।
কিবা চিবুক পরি।
তহিঁ শোভয়ে বিন্দু কস্তুরি।
সোণার কমল চুম্বয়ে চঞ্চল
যৈছন শ্যাম ভ্রমরি।।
গ্রীবায় উজোর রত্নমণিহার
কম্বুকণ্ঠমোহরা।
ভুজযুগশোভা চিতমনলোভা
কনকমৃণাল পারা।।
কঙ্কণ বলয়া বনি।
নিল চুড়িতে খচিত মণি।
যুগ করতল অরুণ কমল
দশনখ চাঁদ জিনি।।
বরাঙ্গুলি পরি রতনঅঙ্গুরি
উরে হার মনোরমা।
কুচযুগ কলি বিচিত্র কাঁচলি
সুবলিত অনুপামা।।
তহিঁ মুকুতা হারা।
হৃদি মাঝে অতি উজিয়ারা।
কিয়ে মনোহর সুমেরুশিখর
বেঢ়ি সুরধুনি ধারা।।
নাভির উপর রোমাবলি বর
চঞ্চল ভুজগি হেন।
খিণমধ্যভঙ্গ ভয়েতে বান্ধল
ত্রিবলি লতায় যেন।।
মণিরসনা রটে।
অতি সুন্দর নিতম্বতটে।
রামরম্ভা জিতি ঊরু স্তম্ভাকৃতি
শোভয়ে তার নিকটে।।
জানু সুগঠন বিচিত্র বসন
সুরঙ্গ ঘাগরি সাজে।
শরদকমল দল পদতলে
রতনমঞ্জির বাজে।।
পদাঙ্গুলি নখরে।
কোটি পূর্ণিমা ইন্দু উজোরে।
রাজহংসবর গমন মন্থর
জিনি মত্ত করিবরে।।
শ্রীঅঙ্গসৌরভে অলি মধু লোভে
উনমত কত ধায়।
চরণ নিয়ড়ে উড়ি উড়ি পড়ে
গুনগুন স্বরে গায়।।
অরুণকমলভ্রমে।
মধু পিয়ে মনোরমে।
এ উদ্ধবদাস করতহি আশ
সেবা অনুগতক্রমে।।