নবজলধরতনু থীর বিজুরী জনু
পীত বসন বনি তায়।
চূড়াপরে শিখিদল বেড়িয়া মালতীমাল
সৌরভে মধুকর ধায়।।
শ্যামরূপ জাগয়ে মরমে।
পাসরিব মনে করি যতনে ভুলিতে নারি
ঘুচাইল কুলের ধরমে ।।ধ্রু।।
কিবা সেই মুখশশী উগারে অমিয়ারাশি
আঁখি মোর মজিল তাহায়।
গুরুজনভয়ে যদি ধৈরজ ধরিতে চাহি
দ্বিগুণ আগুণ উপজায়।।
এ তিন ভুবনে যত রসসুধানিধি কত
শ্যাম আগে নিছিয়া পেলিয়ে।
এ দাস অনন্তে কয় হেন রূপ রসময়
না দেখিলে পরাণ না জীয়ে।।