নবীন যুবতী না লো গগনের শশী,
ওরে লাগাইলায় অবলার গলে প্রেম রসির ফাঁসি, লো নবীন যুবতী। ধু
যুবতী লো প্রথমে পিরিতি হইল দুহার নয়নে, একেতে দ্বিগুণ হইল মুখের জবানে।
সে হনে পিরিতের শেল লাগিয়াছে দিলে, হায়রে তুষের অনল যেমন ঘইয়া ঘইয়া জ্বলে।।
যুবতী লো ভ্রমরা ফুলের জন্যে করে অন্বেষণ, সেরূপে চিত্তেতে আমার করে যে ভ্রমণ।
খাওয়া পিয়া সওয়া বসা না পাই আরাম, প্রেম চিন্তা ভাবে থাকি ছুবে কিবা শ্যাম।।
যুবতী লো আশক পিয়াছা জান মাশুক সরবৎ, না লাগে তোমার দিলে কিছুই মহব্বত।
আশক বেচারা যদি মরে এই হালে, না জানি বিধাতার লেখা কি আছে কপালে।
যুবতী লো তোমার সনেতে আমার এই আলাপন, ভিন্ন না বাসিবে মোরে থাকিতে জীবন।
কোন অপরাধ দেখি মোরে বাস ভিন, যৌবন লইয়া ভবে রইবায় কতদিন।।
যুবতী লো পাগল আরকুমে বলে হইয়া অজ্ঞান নয়ন থাকিতে আমি জগতের আন্ধ।
সাক্ষাতে হকিকি মাশুক তারে নাহি দেখি,
হায়রে মজাজি মাশুকের চিন্তায় আমি দিবানিশি থাকি।