নব অভিসারিণি কুঞ্জহি ভেটল
ও নব নাগর সঙ্গ।
পন্থ ঘটিত দুখ সবহু দূরে গেও
বাঢ়ল মনোভব-রঙ্গ।।
দেখ দেখ অনুপম দুহুঁ মুখ-ইন্দু।
দুহুঁক দরশ-রসে ভাব-লহরি সঞে
উছলল প্রেমক সিন্ধু।।
দুহুঁক আলোকনে দুহুঁ পুলকায়িত
লোচনে আনন্দ-লোর।
বি-বরণ কাঁপ ভাষ ভেল গদগদ
স্তবধ ভেল পুন ভোর।।
ঐছন ভাব না হেরিয়ে ত্রিভুবনে
ঐছন নিরুপম নেহ।
দাস রাধামোহন চীতে নিচয় করু
একু পরাণ ভিন দেহ।।