নাগরিবেশ হেরি হরষিত সহচরি
করে ধরি আদর কেল।
কোপে কমল মুখি চরণে লিখয়ে সখী
তাক সমুখ লই গেল।।
সুন্দরি হেরহ ইহ নব রামা।
মাথুর নগরক ইহ নব রঙ্গিনী
তোহে মিলব ইহ শ্যামা।।
ঐছন বচন শুনি বিমল বয়নি ধনি
বাহু পসারি করু কোর।
পরশ হি জানল রসিক শিরোমণি
কো কহ কৌতুক ওর।।
টূটল মান আন মনে বৈঠল
সহচরি মুখ হেরি হাস।
অমল কমলমুখ হেরইতে বংশীক
পূরল মরম অভিলাষ।।