নাগর নাচত নাগরি সঙ্গ।
বিবিধ যন্ত্র কত শবদতরঙ্গ।।
দৃমি দৃমি দৃমি দৃমি বাজে মৃদঙ্গ।
ডম্ফ রবাব বিণ মুরলি উপাঙ্গ।।
বলয় নূপুরমণি কিঙ্কিণি কলনে।
ঘুঙ্ঘুর রুনুঝুনু বাজত চরণে।।
আনন্দে অঙ্গঅঙ্গ অবলম্ব।
রসভরে গিরত মিলত পরিরম্ভ।।
কমলে মোতি কিয়ে মুখে শ্রমবারি।
রসিককলাগুরু কহে বলিহারি।।
বিহসি বিলোকই দুহুঁচিত চোরি।
রায় বসন্ত পহুঁ রহু হিয় জোড়ি।।