নাগর পাইয়া নাগরী সকল
সুখের নাহিক ওর।
যেন বা কে ধন পাইয়া তেমন
বঁধূয়া করিল কোর।।
নয়নের তারী খসিয়া গেছিল
আসিয়া বসিল পুনঃ।
জল ছাড়া হয়ে শফরী বিকল
সে জল পাইল হেন।।
যেমন চাঁদের রসের বিহনে
চকোর অবশ হয়ে।
রস পেয়ে যেন পরাণে জিয়ল
তেন সে শ্যামেরে পেয়ে।।
যেন মেঘরস লাগিয়া চাতক
পিয়াসে পিঙ সে পিঙ।
রস আলাপনে চাতক বাঁচল
এ রস না জেনে কেঙ।।
পাইয়া নাগর নাগরী সকল
কহিতে লাগিল তায়ে।
এমন পীরিতি নাহি দেখি কতি
চণ্ডীদাস গুণ গায়ে।।