নাগর পীতবাস দিয়ে গলে।
চরণে ধরিয়া মিনতি করিয়া
কান্দিতে কান্দিতে বলে।।
শুনহ সুন্দরী না কর চাতুরী
এ দুঃখ কহিয়ে তোরে।
ক্ষম অপরাধ না করহ বাদ
দাসখত দেহ মোরে।।
তুয়া অনুগত তোমারি আশ্রিত
সখীগণ তার সাখী।
ধরম করম ভরম সরম
তোমারি চরণে লিখি।।
কিঞ্চিত লোচনে চাহ আমাপানে
পুরাও মনের আশ।
শুনহে কিশোরী চরণে তুহারি
আমি ত অধম দাস।।
শুনি কহে ধনী সে চাঁদবদনী
তুমিত লম্পটরাজ।
বৃন্দাবন কহে যাও নিজ গৃহে
হেথা তোমার কিবা কাজ।।