নাচত নগরে নাগর গৌর
হেরি মূরতি মদন ভোর
যৈছন তড়িত রুচির অঙ্গ
তঙ্গী নটবর শোহিনী।
কাম কামান ভুরুক জোড়
করতহি কেলি শ্রবণ ওর
গীম শোহত রতনপদক
জনজন মনোমোহিনী।।
কুসুমে রচিত চিকুরপুঞ্জ
চৌদিকে ভ্রমরা ভ্রমরী গুঞ্জ
পিঠে দোলয়ে লোটন ভার
শ্রবণে কুণ্ডল দোলনী।
মাহিষ দধি রুচির বাস
হৃদয়ে জাগত রাসবিলাস
জিতল পুলক কদম্বকোরক
অনুখন মন ভোলনি।।
গজপতি জিনি গমনভাতি
প্রেমে বিবস দিবস রাতি
হেরি গদাধর রোয়ত হসত
গদ গদ আধ বোলনি।
অরুণ নয়ান চরণ কঞ্জ
তহি নখমণি মঞ্জীর রঞ্জ
নটনে বাজন ঝনর ঝনন
শুনি মুনিমন লোলনি।।
বদন চৌদিক শোহত ঘাম
কনককমলে মুকুতাদাম
অমিয়াঝরণ মধুর বচন,
কত রসপরকাশনি।
মহাভাব রূপ রসিকরাজ
শোহত সকল ভকত মাঝ
পিরীতি মূরতি ঐছন চরিত
রায় শেখর ভাষণি।।