নীলাচলপুরে গতায়াত করে
যত বৈরাগী সন্ন্যাসী।
তাহা সভাকারে কান্দিয়া সোধায়ে
যত নবদ্বীপবাসী।।
তোমারা কি এক সন্ন্যাসী দেখ্যাছ।
শ্রীকৃষ্ণচৈতন্য যাহার নাম
তাহারে কি ভেটিয়াছ।।
বয়স নবীন গলিত কাঞ্চন
জিনি তনুখানি গোরা।
হরেকৃষ্ণ নাম বোলয়ে সঘনে
নয়নে গলয়ে ধারা।।
কখন হাসন কখন রোদন
কখন আছাড় খায়।
পুলকের ছটা শিমুলের কাঁটা
ঐছন সোনার গায়।।
তারা বোলে আহা দেখিয়াছি তাহা
থাকেন সমুদ্রকূলে।
তিহোঁ জগন্নাথ আপনে সাক্ষাত
তারে কে মানুষ বোলে।।
যে রূপ যে গুণ যে নাট কীর্ত্তন
যে প্রেমবিকার দেখি।
হেন লয় মনে তাহার চরণে
সদাই অন্তরে রাখি।।
গিয়া নীলাচল ভাগ্য সে ফলিল
দেখিলুঁ চরণ তার।
প্রেমদাস পায় সেই গোরা রায়
প্রাণ ইহা সভাকার।।