নাচিতে নাচিতে হরি দক্ষিণ চরণ ধরি
মাএর সুখে ডাঁড়াইল।
করতলে কর জুড়ি মলিন বদন করি
গদ গদ কহিতে লাগিল।।
জননি গো নাচিঞা চরণ হল্য ভারি।
এই না ক্ষুধার বেলা খস্যা পড়ে পীত ধরা
আর আমি নাচিতে না পারি।।
ক্ষীর সর দেহ যদি তবে নাচি নিরবধি
ঘন ঘন চরণ তুলিঞা।
ঝুনুর ঝুনুর স্বর বাজিবে নূপুর মোর
শুনিলেই রহিবে ভুলিঞা।
ঘাঘর ঘুংঘুর খর বাজিবে পঞ্চম স্বর
নবনি পাইলে দুটি হাথে।
দীনবন্ধু দাস গানে পরম আনন্দ মনে
নাচিঞা বেড়াব আঙ্গিনাতে।।