নাচে হলধর সঙ্গে সহচর
আনন্দে বালক মেলিয়া।
যেন ঘনাগমে নাচে শিখিগণে
কামে উনমত হইয়া।।
বলয়া কঙ্কণে নূপুর চরণে
রনঝনঝন বাজই।
করে কর ধরি করিঞা কুণ্ডলী
হলধর হের নাচই।।
শ্রীদাম সুদাম সুভদ্র অর্জ্জুন
করে ধরে বনি তাল।
বিশাল বৃষভ ভদ্র মহাবল
কহে নাচে ভায়্যা ভাল।।
তা দেখি বিপিনে মৃগপক্ষিগণে
আনন্দে অবশ হৈঞা।
গায়ত কোকিল শিখিকুল নাচে
হলধর মুখ চাঞা।।
ভ্রমরা ভ্রমরী উড়ত পরিকর
পিক রব বেড়িঞা।
এ দাস নয়ন আনন্দে মগন
বিপিনবিহার দেখিঞা।।