নাচয়ে গৌরাঙ্গ গদাধরমুখ চাঞা।
অন্তরে পরশরস উথলিল হিয়া।।
দুহুঁ মুখ নিরখিতে দুহুঁ ভেল ভোর।
দুহুঁ ভেল রসনিধি অমিয়া চকোর।।
বুকে বুকে মিলি দুহেঁ কয়লহি কোর।
কাঁপি পুলক দুহুঁ ঝাঁপই লোর।।
তনু মন বাণী দুহুঁ একই পরাণ।
প্রতি অঙ্গে পিরীতি অমিয়া নিরমাণ।।
পণ্ডিতে মণ্ডিত ভেল গোরা নটরাজ।
দূর সঞে দেখে সব নাগরীসমাজ।।
নদীয়া নাগরীগণ বুঝিল মরমে।
যার পরসাদে পাই প্রেমরতনে।।
গদাধর প্রেমবশ গৌর রসিয়া।
কহয়ে নয়নানন্দ এ রসে ভাসিয়া।।