নারে নারে নারে, নারে নারে নারে, ও নারে নারে নারে।
বসন্ত ফুল ফুটিয়াছে, এমন বসন্ত আইছে বন্ধে মোরে ভিন্ন বাসেরে।।
কাল যদি গেল পলাইরে, বসন্ত ফুল ফুটিয়াছে,
তুই বন্ধু দয়াময়, কেনে নিদারুণ হও অবলারে আসিয়া বোলাও রে।।
আইস আইস পরাণপিয়া, তোলমোরে দেখাদিয়া বন্ধু বিনে কে আছে আবার রে।
বন্ধু বন্ধু ডাকিয়া ফিরি আও রাধার ঘরে। তোমার শোকে কলিজা অঙ্গার রে।।
বন্ধে বলে রাধিকারে আছিলাম ঘরে এই কথা সেই দিন না আছিল মনে রে।।
আমি ডাকি বন্ধু বন্ধু তোরে, ভিন কেনে বাস মোরে বন্ধু তুমি নয়নের কাজল রে।
ছৈয়দ শাহনূরে কয় বন্ধু আসিবায় নি রে আসিবা বন্ধু গেলে চিন্তাপুর রে।।