নায়্যা হে এখন লইয়া চল পার।
পূরিল তোমার আশা কি আর বিচার।।
অকলঙ্ক কূলে মোর কলঙ্ক রাখিলে।
এখন কিবা মনে আছে না বোলহ ছলে।।
নায়্যা হৈয়া চূড়া বান্ধ ময়ূরের পাখে।
ইথে কি গরব কর কুলবধূ সাথে।।
পারে নাও নূতন ন্যায়া না কর বেয়াজ।
জ্ঞানদাস কহে নায়্যা বড় রসরাজ।।