না ভজিলাম হরে কৃষ্ণ না ভজিলাম গুরু।
না করিলাম সাধুসঙ্গ বাঞ্ছাকল্পতরু।।
মিছা কাজে দিন যায় রজনী যায় ঘুমে।
জনম নিষ্ফলে যায় মনের ভরমে।।
বিষম সংসার মায়া মত্ত কারাগার।
ভবসিন্ধু তরিতে উপায় নাহি আর।
বিধির বন্ধনে কার কত ধার ধারি।
হঞাছি খাঁচার পাখি পালাইতে নারি।।
না ভজিলুঁ তীর্থগুরু সাধু দরশনে।
না শুনিলুঁ ভাগবত এ পাপ শ্রবণে ।।
নয়ানে শ্রবণে ঠুলি চিত্ত অন্ধ তমে ।
না শুনিলাম গোরাগুণ কহে নরোত্তমে।।