(না মিলল সুন্দরি শুনি ভৈ খীন।
রোয়ত মাধব অব নিশি দীন।।)
দোতিক কর ধরি করু পরিহার
কহইতে নয়নে গলয়ে জলধার।।
বাউর সম কত করু পরলাপ।
শতগুণধিক মনে মনসিজ তাপ।।
‘রা’ ‘ধা’ ‘ধা’ ধরি আখর এক।
গদগদ কণ্ঠ না হয়ে পরতেক।।
মানিনি-মান মানায়ব হাম।
কহি এত ধাবয়ে মানিনি ঠাম।
পুন ফেরি আওত সহচরি সাথ।
ঐছে গতাগতি নাহিক সোয়াথ।
কত পরবোধি কয়ল সখি থীর।
জ্ঞানদাস হেরি ভেল অথীর ।।