না যাইয় না যাইয় রাই বৈস তরুমূলে।
আসিতে পাইয়াছ বেথা চরণযুগলে।।
মণি মুকুতার দাম অঙ্গে ঝলমলি।
ব্রজের বিষম চোর লইবে সকলি।।
চাঁচর কেশের বেণী দুলিছে কোমরে।
ফণীর ভরমে বেণী গিলিবে ময়ূরে।।
নীল ওঢ়নীর মাঝে মুখ শোভা করে।
সোণার কমল বলি দংশিবে ভ্রমরে।।
করিকুম্ভদম্ভ জিনি উচ্চ কুচ-গিরি।
গজের ভরমে পাছে পরশে কেশরী।।
খঞ্জন-গঞ্জন আঁখি অঞ্জন ভাল শোভে।
বিন্ধিবেক ব্যাধ হেম-হরিণীর লোভে।।
সিন্দূরের বিন্দু ভালে ভানুর উদয়।
রবি শশী বলি পাছে রাহু গরাসয়।।
অমিয় অধিক মধু ঝরিছে অধরে।
পিয়াসে আকুল কেন ত্যজিবে চকোরে।।
জলদ বসন তনু বিজুলী উজলে।
না জানি ইন্দ্রের বাণ পড়ে কোন ছলে।।
বংশীবদনে কহে কহিলে সে ভাল।
বিদগধ বট তুমি তাহা জানা গেল।।