নিকুঞ্জ মাঝারে রাই বিনোদিনী
বসিয়া শ্যামের বামে।
চৌদিগে বেঢ়িয়া সখীগণ মেলি
দাঁড়াইয়া রহল ঠামে।।
দুহুঁ মুখ চাঁদ হেরিয়া উল্লাস
কত না আনন্দ তায়।
শ্রীরূপ মঞ্জরী বীজনে বীজই
আনন্দে ভাসিয়া যায়।।
ময়ুরা ময়ূরী দুহুঁ মুখ হেরি
রঙ্গে নাচিছে তায়।
শুক সারী মেলি তরু ডালে বসি
রাধাকৃষ্ণ গুণ গায়।।
নবীন গান নবীন তান
নব অলিকুল বেঢ়িয়া।
ভ্রমরা ভ্রমরী গুণ গুণ করি
আনন্দেতে পড়ে মাতিয়া।।
নবীন যমুনা নবীন জল
নবীন তরঙ্গ তায়।
নবপ্রেম হেরি দাস গোবিন্দ
প্রেমানন্দে ভাসি যায়।।