নিতাই-সুন্দর অবনী উজোর
চরণে নূপুর বাজে।
গৌর-অঙ্গ হেরি পুরব স্মওরি
যেন বৃন্দাবন মাঝে।
নিতাইর নিছনি লইয়া মরি।
ছাড়ি বৃন্দাবন নিকুঞ্জ-ভবন
অতি-দুরাচার-তারী।।ধ্রু।।
বসুধা জাহ্নবা সঙ্গেতে লইয়া
শীতল-চরণ-রাজে।
হেলায় তারিলা এ গতি গোবিন্দে
এ তিন লোকের মাঝে।।